গাজীপুর নির্বাচন: চলছে প্রতীক বরাদ্দ, টেবিল ঘড়ি প্রতীকে লড়বেন জায়েদা খাতুন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক মেয়র (বরখাস্ত) জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে সকল পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শুরু হয়। এসময় প্রথমে মেয়র পদে থাকা ৮ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রাজনৈতিক দল সমর্থিত মোট ৫ জন প্রার্থীকে তাদের নিজ নিজ দলীয় প্রতীক বরাদ্দ করা হয়।
৩ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র (বরখাস্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক, কারাবন্দি বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহ নূর ইসলাম রনি পেয়েছেন হাতি প্রতীক ও মো. হারুন অর রশীদ পেয়েছেন ঘোড়া প্রতীক।
প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরুর আগে সকল প্রার্থীদের প্রতি নির্বাচনী আচরণ বিধি মেনে চলার অনুরোধ জানান রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।
আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্ট সমর্থিত প্রার্থী আতিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান, জাকের পার্টি মনোনীত প্রার্থী রাজু আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন, সরকার শাহ নূর ইসলাম রনি ও হারুন অর রশীদ।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৩৯ জন ও সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭৭ জন প্রার্থী।