গাজীপুর সিটি নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ: সিইসি আউয়াল
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (১০ মে) গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে নির্বাচনের সব প্রার্থীর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় সিইসি বলেন, 'আমাদের নির্বাচন নিয়ে আমেরিকা কথা বলছে, যুক্তরাজ্য কথা বলছে, ইউরোপীয় ইউনিয়ন কথা বলছে, জাপান কথা বলছে, এবং জাতিসঙ্ঘ থেকেও কথা বলা হচ্ছে। সুতরাং, গাজীপুরে যে নির্বাচনটি হবে সেটি আমাদের কাছে, নির্বাচন কমিশনের কাছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
আউয়াল বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা করণীয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার সবকিছু করা হবে।
তিনি অবশ্য এ-ও বলেন যে, এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা তুলে ধরেন প্রার্থীরা। অধিকাংশ প্রার্থীই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে ভোটারদের মধ্যে কালো টাকা বিতরণের অভিযোগ তোলেন।
নির্বাচন সুষ্ঠু হবে কি না, এমন প্রশ্নের জবাবে আউয়াল বলেন, আসন্ন নির্বাচন ব্যাহত হলে তারা নির্বাচন বাতিল করে পরে পুনরায় নির্বাচনের আয়োজন করবেন।
মতবিনিময় সভায় সিটি নির্বাচনের সব প্রার্থীসহ সরকারি কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।