ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম বন্দরের জেটি থেকে সরানো হয়েছে ১৮টি জাহাজ
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম বন্দরের নিজস্ব সর্বোচ্চ সতর্কতা অ্যালার্ট ৪ জারির পর বন্দরের জেটি থেকে সরানো হয়েছে ১৮টি বাণিজ্যিক জাহাজ।
শনিবার (১৩ মে) ভোর থেকে জোয়ারের সময় বন্দরের পাইলটরা জেটি থেকে বহির্নোঙ্গরে নিয়ে গেছে এসব জাহাজ।
চট্টগ্রাম বন্দরের মেরিন ডিপার্টমেন্ট এ তথ্য টিবিএসকে নিশ্চিত করেছে।
তবে ৩টি জাহাজ এখনো বন্দরের জেটিতে রয়ে গেছে। বিকেলে জোয়ারের সময় সেগুলোকেও বহির্নোঙ্গরে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে মেরিন ডিপার্টমেন্ট।
এর আগে শুক্রবার রাতে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ৮ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অ্যালার্ট ৪ জারি করে।
ফলে চট্টগ্রাম বন্দরে বন্ধ করা হয় জাহাজ থেকে পণ্য উঠানামা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক টিবিএসকে বলেন, এখনো চালু আছে বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি কার্যক্রম।
নৌযান শ্রমিক ইউনিয়নের নেতা নবী আলম জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর বিপদ সংকেত ঘোষণা করার পর বহির্নোঙ্গরে লাইটার জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে। সেখানে অবস্থানরত লাইটার জাহাজগুলো নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে।
এদিকে শুক্রবার রাত দশটায় এক জরুরী সভা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ; খোলা হয়েছে কন্ট্রোল রুম।