ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম, কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
শনিবার সকাল ৬টা থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ।
তিনি বলেন, "সামুদ্রিক বন্দরগুলোতে ৮ নম্বর মহা বিপদ সংকেত দেখানোর পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ৬টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।"
এদিকে, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) সূত্র নিশ্চিত করেছে, কক্সবাজার বিমানবন্দরেও শনিবার সকাল ৭টা থেকে রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে।
শনিবার (১৩ মে) দিবাগত রাত ১২ টার পর থেকে ভোর ৪ টার মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার যাত্রাপথ বাংলাদেশের দিকে আরও এগিয়ে এসেছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
তার পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি খুলনা ও বরিশাল বিভাগের উপকূলের কাছাকাছি চলে এসেছে।
পূর্বাভাসে তিনি বলেন, '১৪ মে (রোববার) সকাল ৭টা থেকে বিকেল ৩টার মধ্যে ঘূর্ণিঝড়টি সেন্টমার্টিন দ্বীপ এবং পুরো কক্সবাজার জেলার মধ্য দিয়ে অতিক্রম করার সম্ভাবনা ৯৯ শতাংশ।'