তীব্র গরমের মধ্যে হালকা পোশাক পরতে পারবেন নিম্ন আদালতের বিচারক, আইনজীবীরা
সারাদেশে তাপদাহ চলতে থাকায় এখন থেকে আদালতের কার্যক্রম চলাকালীন সময়ে আরামদায়ক ও হালকা পোশাক পরতে পারবেন নিম্ন আদালতের আইনজীবী ও বিচারকরা।
শনিবার (১৩ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সাথে সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারকদের বৈঠকের পর এই পদক্ষেপ নেওয়া হয়।
গরম এবং আর্দ্র আবহাওয়ায় আদালতের কর্মকর্তাদের অস্বস্তি কমানোর উপায় নিয়ে আলোচনা করা হয় ওই বৈঠকে।
এই বিষয়ে জারি করা একটি সরকারি নির্দেশনা অনুসারে, এখন থেকে ঐতিহ্যবাহী কালো কোট ও গাউন বাধ্যতামূলক থাকছে না।
শুধুমাত্র সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে আদালতে আসতে পারবেন নিম্ন আদালতের আইনজীবী ও বিচারকরা। নারীদের ক্ষেত্রে সাদা শাড়ি বা সালোয়ার কামিজ পরে কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়েছে।