ঝড়ের কোনো প্রভাব নেই খুলনা অঞ্চলে
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা অতি প্রবল রূপ ধারণ করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি শনিবার সন্ধ্যা ৬টায় মোংলা সমুদ্র বন্দর থেকে ৬২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। মধ্যরাতে বাংলাদেশ উপকূলীয় বিভিন্ন এলাকায় এর অগ্রবর্তী অংশের আঘাত হানার সম্ভাবনা থাকলেও এই সংবাদ লেখা পর্যন্ত খুলনাঞ্চলের কোনো এলাকায় ঘূর্ণিঝড় কোনো প্রভাব দেখা যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের খুলনা কার্যালয়ের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, "খুলনাঞ্চলের কোনো জেলায় এখনও ঝড়ের কোনো প্রভাব দেখা যায়নি। এ অঞ্চলে বর্তমানে বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। ঝড়ের বিপদ সংকেত থেকে এই এলাকা মুক্ত রয়েছে।"
তিনি বলেন, বর্তমানে কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দর ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। তবে মোংলা সমুদ্রবন্দরকে কোনো বিপদ সংকেত দেখানো হয়নি, মোংলায় ৪ নং হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে।
তিনি বলেন, ঝড়ের কবল থেকে বিপদমুক্ত থাকায় নদীতে তেমন একটা পানি বাড়বে না। তাই জলোচ্ছ্বাসের কোনো আশঙ্কা নেই।
এদিকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকার প্রায় দশ লাখ মানুষের জন্য এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হলেও সেখানে কোনো মানুষকে নেওয়া হয়নি।