ঘূর্ণিঝড় মোখা: বাতিল হয়েছে চট্টগ্রাম, কক্সবাজারের ১৫০ ফ্লাইট
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরে দুইদিনে অন্তত ১৫০টি ফ্লাইট বাতিল হয়েছে। এরমধ্যে ১০৬টি স্থানীয়, এবং বাকিগুলো আন্তর্জাতিক।
তবে এই ফ্লাইটগুলোর মধ্যে চট্টগ্রামমুখী তিনটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় নেমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলো।
এর আগে, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে শনিবার (১৩ মে) সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
শনিবার সকাল ৬ টা থেকে রোববার রাত ১২ টা পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর এবং শনিবার সকাল ৭টা থেকে রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত কক্সবাজার বিমাবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
চট্টগ্রাম বিমাবন্দরের ডিরেক্টর গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, "আমরা ৩৬ ঘন্টা বিমানন্দরে বিমান ওঠা-নামার কার্যক্রম বন্ধ ঘোষণা করায় প্রায় ১০০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর মধ্যে ৪৪টি ফ্লাইট ছিল আন্তর্জাতিক।"
তিনি আরও বলেন, চট্টগ্রাম বিমানবন্দরে প্রতিদিন প্রায় ২৮ টি আভ্যন্তরীন এবং ২২ টি আন্তর্জাতিক ফ্লাইট ওঠা-নামা করে।
তিনি জানান, রোববার রাত ১২ পর্যন্ত বিমান ওঠা-নামা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও মূলত পরস্থিতি স্বাভাবিক হলে সোমবার (১৫ মে) সকাল থেকে বিমান ওঠা-নামা শুরু হবে।
অর্থাৎ, প্রায় ৪২ ঘন্টা বন্ধ থাকবে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠা-নামা কার্যক্রম।
জাজিরা এবং ওমান এয়ারের চট্টগ্রামের প্রধান আসিফ চৌধুরী বলেন, "শনিবার কুয়েত থেকে আসা জাজিরা এয়ারলাইন্সের ফ্লাইট চট্টগ্রামে অবতরণ না করে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে বিমানযাত্রীদের সড়ক পথে চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়। এছাড়া, ওমান এয়ারের ফ্লাইট সোমবার থেকে রি-শিডিউল হচ্ছে।"
তিনি আরও জানান, চট্টগ্রামে ওমান এয়ার, ফ্লাই দুবাই, জাজিরা এয়ার, এয়ার এরাবিয়া, সালাম এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন এবং ইউএস বাংলার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম বিমান বন্দরের স্টেশন ম্যানেজার মো: সলিম উল্লাহ বলেন, "শনিবার চট্টগ্রাম থেকে ঢাকা আভ্যন্তরীন রুটে শিডিউল অনুযায়ী আমাদের তিনটি ফ্লাইট বাতিল হয়। এছাড়া, দুবাই এবং মাস্কেটে আন্তর্জাতিক ফ্লাইটগুলো ঢাকা থেকে পরিচালনা করা হয়েছে। চট্টগ্রাম অভিমুখে আসা অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটগুলোও ঢাকায় অবতরণ করেছে।"
এদিকে, কক্সবাজার বিমানবন্দরেও গত দুই দিনে অন্তত ৫০টি আভ্যন্তরীন ফ্লাইট বাতিল হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে কক্সবাজার বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত এই রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে। এই বিমানবন্দরে কোনো আন্তর্জাতিক ফ্লাইট উঠানামা করে না।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তজা টিবিএসকে বলেন, "ঢাকা, সিলেট, সৈয়দপুর, যশোর বিমানন্দর থেকে প্রতিদিন গড়ে ২৫টি ফ্লাইট কক্সবাজার বিমান বন্দরে আসে। সেই হিসেবে গত দুই দিনে ৫০টি ফ্লাইট বাতিল হয়েছে।"
আমাগীকাল সোমবার (১৫ মে) সন্ধ্যার পর থেকে বিমান ওঠা-নামা শুরু হবে কি না সেটি আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানান তিনি।