তারা তাদের কাজ করেছে, এখন আমরা আমাদেরটা করব: যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি প্রসঙ্গে মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আশ্বস্ত করে বলেছেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের নির্বাচন নিয়ে যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে তা আমাদের দেশের ওপর বাড়তি কোনো চাপ সৃষ্টি করছে না।
বৃহস্পতিবার (২৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেন, "তারা (যুক্তরাষ্ট্র) তাদের কাজ করেছে, এখন আমরা আমাদেরটা করব।"
এ সময় পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন যে, যুক্তরাষ্ট্রের এ ভিসা নীতি বরং অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের ইচ্ছা এবং প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ।
তিনি আরও বলেন, নতুন ভিসা নীতি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে চাপ সৃষ্টি করবে না। বরং এটি দুই দেশের শক্তিশালী এবং ইতিবাচক দ্বিপাক্ষিক বন্ধন নির্দেশ করে।
উল্লেখ্য, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত যেন হয়, সে জন্য নতুন একটি ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে তার জন্য দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের এই নীতির আওতায় ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ দেওয়া হবে। বুধবার (২৪ মে) এই ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।