বৈধ রেমিট্যান্স প্রবাহকে নিরুৎসাহিত করে আর্থিক সংকট সৃষ্টি করতে চায় বিএনপি: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় সরকারের অর্জনে বিএনপি ঈর্ষান্বিত; সেইসঙ্গে দলটি বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের নিরুৎসাহিত করে আর্থিক সংকট সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
"এটা স্পষ্ট যে, যারা কেবল দেশ ও জনগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আর্জি নিয়ে চাতক পাখির মতো বিদেশি প্রভুদের দিকে চেয়ে থাকে, তারা রেমিট্যান্স বেড়ে যাওয়ার সুখবর কোনোভাবেই মেনে নিতে পারবে না, এটাই স্বাভাবিক," বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার (৩০ মে) এক বিবৃতিতে এ কথা বলেন ওবায়দুল কাদের।
এর আগে, সোমবার (২৯ মে) জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়তে শুরু করেছে বলে আওয়ামী লীগ সরকারের দাবির বিরোধিতা করে বলেছিলেন, "অধিকাংশ মানুষ যারা আমেরিকায় যায়, তারা রেমিট্যান্স পাঠায় না; রেমিট্যান্স আসে মূলত মধ্যপ্রাচ্য থেকে।"
মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকন্যার সফল নেতৃত্বের কল্যাণে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠিত হওয়ায় এবং বাংলাদেশ বিনিয়োগের নিরাপদ স্থান হিসেবে স্বীকৃতি অর্জন করায় বিদেশি বিনিয়োগকারীদের মতো প্রবাসী বাংলাদেশিরাও দেশে বিনিয়োগে উৎসাহিত হচ্ছে।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ওপর ২.৫ শতাংশ প্রণোদনা দেওয়ার প্রধানমন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন তিনি। এই প্রণোদনার ফলেই রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।
তারেক জিয়ার পাচার করা অর্থ সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনা হয়েছে দাবি করে মন্ত্রী আরও বলেন, "বর্তমান সরকার অর্থপাচার রোধে কার্যকর আইন প্রণয়ন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির নজির স্থাপন করেছে। অন্যদিকে, বিএনপি-জামাত অশুভ জোট শাসনামলে দুর্নীতি ও অর্থ পাচারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল।"