উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশিদের জন্য হটলাইন নম্বর চালু
শুক্রবার (২ জুন) রাতে ভারতের উড়িষ্যায় এক মারাত্মক ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৮৮ জন নিহত এবং ৮৫০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন বাংলাদেশিদের জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে।
শুক্রবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশিরা সাধারণত চিকিৎসার জন্য কলকাতা থেকে চেন্নাই যেতে করমণ্ডল এক্সপ্রেসে যাত্রা করে থাকেন; বিষয়টিকে আমলে নিয়ে দুর্ঘটনার পরে ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ এবং উড়িষ্যা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছে ডেপুটি হাই কমিশন।
এ সংক্রান্ত তথ্যের জন্য যেকেউ ডেপুটি হাই কমিশনের হটলাইন নম্বরে (+ ৯১ ৯০ ৩৮৩৫ ৩৫ ৩৩ – হোয়াটসঅ্যাপ) যোগাযোগ করতে পারেন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।