বিষক্রিয়ায় ২ ভাইয়ের মৃত্যু: পেস্ট কন্ট্রোল কোম্পানির চেয়ারম্যান ও এমডি গ্রেপ্তার
রাজধানীর বসুন্ধরায় বাড়িতে স্প্রে করা 'কীটনাশকের বিষক্রিয়ায়' অসুস্থ হয়ে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পেস্টকন্ট্রোল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কে.এন.রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করে জানান, কোম্পানিটির চেয়ারম্যান আশরাফ এবং এমডি ফরহাদকে আজ (৮ জুন) টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে গ্রেপ্তার করা হয়।
গোপন সূত্রের ভিত্তিতে ডিবির লালবাগ ডিভিশনের একটি দল টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে এ দু'জনকে গ্রেপ্তার করে বলে জানান তিনি। তারা এখন ঢাকার পথে রয়েছে।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ জুন) রাজধানীর বসুন্ধরায় নতুন বাসায় স্প্রে পেস্ট কন্ট্রোল সার্ভিস, ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের কর্মীরা এসে স্প্রে করে যান। এর দুই দিন পর পরিবারের সদস্যরা বাসায় প্রবেশ করে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে হাসপাতালে রোববার (৪ জুন) ভোরে শাহিল মোবারত জায়ান (৯) মারা যায়। একইদিনে রাত ১০টায় মারা যায় বড় ছেলে শায়েন মোবারত জাহিন (১৫)।
অভিযোগ ওঠে, পেস্ট কন্ট্রোল সার্ভিসের অদক্ষ কর্মীদের কারণেই এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
পরদিন ৫ জুন মোবারক হোসেন বাদী হয়ে মামলা করেন।