চট্টগ্রামের লোকালয় থেকে বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার
চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সন্ধানে লোকালয়ে আসা বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানরকে উদ্ধার করে বনে ছেড়ে দিয়েছে বন বিভাগ।
শুক্রবার (৯ জুন) বিকেলে করেরহাট পাহাড়ের গভীর জঙ্গলে লজ্জাবতী বানরটিকে অবমুক্ত করেন চট্টগ্রাম (উত্তর) বন বিভাগের করেরহাট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তারা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন রেঞ্জ কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এলাহী।
তিনি বলেন, শুক্রবার ভোররাতে উপজেলার কারেরহাট ইউনিয়নের লক্ষ্মীছড়া বিদ্যুৎ কেন্দ্রের সাব-স্টেশনের কাছে স্থানীয়রা একটি লজ্জাবতী বানর দেখতে পান।
"খবর পেয়ে করেরহাট রেঞ্জের কর্মকর্তাদের সঙ্গে এফডির একটি দল ঘটনাস্থলে পৌঁছে বানরটিকে উদ্ধার করে অফিসে নিয়ে আসে।"
"শুক্রবার বিকেলে গভীর অরণ্যে বানরটিকে ছেড়ে দেওয়া হয়," যোগ করেন তিনি।
লজ্জাবতী বানর সাধারণত গাছের উঁচু ডালে থাকতে পছন্দ করে। দেশের পাহাড়ি সবুজ বনাঞ্চলে এই প্রাণীর দেখা পাওয়া যায়।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএন)-এর রেড লিস্টে বানরটিকে 'বিপন্ন' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।