খুলনা সিটি নির্বাচন: জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত খালেক
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক।
সোমবার (১২ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর পাইওনিয়ার স্কুলের কেন্দ্রে ভোট প্রদান শেষে সংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকার ব্যাপারে তিনি বলেন, "বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়ছে। আমি আশাবাদী ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট পড়বে।"
প্রায় সব কেন্দ্রে অন্য মেয়র প্রার্থীদের এজেন্ট কম রয়েছে। এই বিষয়ে তিনি সতর্ক করে বলেন, "পরবর্তীতে এমন যেন না হয়, তারা বলবেন, তাদের এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা চাই, সকলে পর্যাপ্ত সংখ্যক এজেন্ট দিক। কেন্দ্রে যার যে দায়িত্ব, তা সে পালন করুক।"
সুষ্ঠু ভোটের ব্যাপারে তিনি বলেন, "সকাল থেকে যতগুলো কেন্দ্রে ঘুরলাম, সবখানেই দেখলাম সুষ্ঠু ভোট হচ্ছে।"