খুলনা সিটি নির্বাচন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খালেক মেয়র নির্বাচিত
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
নিজের নিকটটতম প্রতিদ্বন্দ্বী থেকে দ্বিগুণ ভোট পাওয়া তালুকদার আব্দুল খালেক মোট পেয়েছেন এক লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট।
সোমবার (১২ জুন) রাতে খুলনা শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল ৬০ হাজার ৬৪, জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু ১৮ হাজার ৭৪, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন ছয় হাজার ৯৬ এবং স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান ১৭ হাজার ২১৮ ভোট পেয়েছেন।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেওয়ার হার ছিল ৪৭.৮৮ শতাংশ।
নির্বাচনে মোট ভোটার ছিলেন পাঁচ লাখ ৩৫ হাজার ৫২৮ জন। ভোট পড়েছে দুই লাখ ৫৬ হাজার ৪৩৩টি।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীর পাশাপাশি ৩১টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নগরীর ২৮৯টি ভোটকেন্দ্রের এক হাজার ৭৩২টি ভোটকক্ষে সিসি ক্যামেরা মনিটরিংয়ের আওতায় ইভিএম-এ ভোট দিয়েছেন ভোটারেরা।