বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের করছাড়ের মেয়াদ বাড়লো ২০২৬ সাল পর্যন্ত
২০২৪ সালের জুনের আগে উৎপাদনে যাওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোকে (কয়লাভিত্তিক বাদে) আগামী ২০৩৬ সালের ৩০ জুন পর্যন্ত অর্জিত আয়ের ওপর কোনো কর দিতে হবে না।
গত সোমবার (১৯ জুন) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে।
করছাড় পেতে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে উৎপাদনে যাওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা বাড়িয়ে ২০২৪ করা হয়েছে।
তবে ২০২৪ এর জুনের পর থেকে শুরু করে ২০২৫ সালের মধ্যে যেসব প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন (বানিজ্যিক) শুরু করবে, তারা ২০২৬ সাল পর্যন্ত পুরো কর অব্যাহতি পাবে না।
ওইসব কোম্পানি প্রথম পাঁচ বছর শতভাগ, পরবর্তী তিন বছর অর্ধেক এবং পরবর্তী দুই বছর ২৫ শতাংশ কর অব্যাহতি পাবে।
বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) মতে, ২০২৪ সালের মধ্যে ২৪টি কোম্পানির বিদ্যুৎ উৎপাদন শুরু করার কথা।