ফটিকছড়িতে হরিণ শিকারীর গুলিতে চা শ্রমিক নিহত, গ্রেপ্তার ১১
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুজা নগর চা বাগানে অবৈধভাবে হরিণ শিকারের সময় গুলিতে সঞ্জয় তুরী (২৭) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে ঘটনা ঘটলেও বুধবার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর বিষয়টি জানাজানি হয়। মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ।
হারুয়ালছড়ি ইউনিয়নের ইউপি সদস্য মেম্বার মইনুদ্দিন মইনু জানান, চা-বাগান ও আশপাশের এলাকায় হরিণ-বণ্য শুকরসহ বন্যপ্রাণী শিকার করে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি।
মঙ্গলবার বিকেলে বন্যপ্রাণী শিকারী মো. নাছিরের নেতৃত্বে সুজা নগর চা বাগানের ১০ নং সেক্টরে হরিণ শিকার করতে যায় ১০ থেকে ১২ জনের একটি দল। এসময় তাদের ছোঁড়া গুলিতে চা শ্রমিক সঞ্জয় তুরীর মৃত্যু হয়।
ভুজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'চা শ্রমিক নিহতের ঘটনায় নিহতের মা বুজপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে ভূজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার বাগান এলাকা থেকে সুনীল মাঝি ও বাবুল মাঝি নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ দুটি দেশীয় বন্দুক উদ্ধার করে।
ওসি জানান, এসময় ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও ৯ জনকে গ্রেফতার করা হয়। তবে মূলহোতা নাছির তার বন্দুকসহ পালাতক আছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।