বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহে মুসল্লি উপস্থিতি কম
সিটি কর্পোরেশনের সব ধরনের প্রস্তুতি থাকা সত্ত্বেও সকাল থেকে মুষলধারে বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহে আজ নামাজ আদায়ের সময় মুসল্লিদের উপস্থিতি কম ছিল বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস।
নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র তাপস বলেন, 'জাতীয় ঈদগাহ সুষ্ঠুভাবে প্রস্তুত করা হয়েছিল। কিন্তু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অনেকেই আসতে পারেননি। তারপরও আমাদের কোনো অসুবিধা হয়নি। সুষ্ঠুভাবে সকলে নামাজে অংশগ্রহণ করতে পেরেছে।'
তিনি নিশ্চিত করেন, 'ভবিষ্যতেও আমরা অনুরূপ প্রস্তুতি রাখবো, যাতে মুষলধারে বৃষ্টি হলেও মুসল্লিদের নামাজে অংশগ্রহণ করতে কোন অসুবিধা না হয়।'
এছাড়াও ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম মন্তব্য করেন, 'আগে ঢাকায় বৃষ্টি হলে মানুষ আটকা পড়তো। কিন্তু এখন পানি নেমে যায় আটকা থাকছে না।'