দিনশেষে ভোমরা বন্দর দিয়ে ৭০ টন কাঁচা মরিচ আমদানি, বিক্রি হবে ঢাকায়
দেশের কাঁচা মরিচ বাজারে যখন অগ্নিমুল্য, তখন শুরু হয়েছে ভারত থেকে আমদানি। আজ রোববার (২ জুলাই) দিনশেষে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ।
এদিন দুপুরে ৬ ট্রাক মরিচ আসার পর, সন্ধ্যায় আরও এক ট্রাক আসে। আমদানিকৃত এসব মরিচ বিক্রি হবে রাজধানীতে। আগামীকাল সোমবার আরও ১০-১৫ ট্রাক মরিচ আমদানি হবে বলে জানান আমদানিকারকরা।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। ক্রেতারা দিশেহারা হয়ে পড়েছেন। ঈদুল আজহার পাঁচ দিনের ছুটি শেষে আজই বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। সবমিলিয়ে আজ সাত ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়েছে। আগামীকাল সোমবার (৩ জুলাই) আরও ১০-১৫ ট্রাক আমদানির সম্ভাবনা রয়েছে। এতে স্থানীয় বাজারে দাম কিছুটা কমবে।
ভারতীয় কাঁচা মরিচ প্রতি কেজি কত টাকায় বিক্রি হবে, এমন প্রশ্নে মাকসুদ খান বলেন, সাতক্ষীরার স্থানীয় বাজারে আমদানিকৃত এসব কাঁচা মরিচ কেউ বিক্রি করেননি। সাত ট্রাক মরিচ চলে গেছে রাজধানী ঢাকায়, সেখানেই বিক্রি হবে। ব্যবসায়ীরা ৩৮০-৪০০ টাকা দরে এসব কাঁচা মরিচ বিক্রি করবেন বলে জানিয়েছেন।
ভোমরা বন্দরে কাঁচা মরিচ আমদানিকারক এক ব্যবসায়ী জানিয়েছেন, ভারত থেকে প্রতি কেজি কাঁচা মরিচ ১৫০-২০০ রুপিতে কিনে দেশে নিয়ে আসছেন।
ভোমরা কাস্টমস কার্যালয়ের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান জানান, দিনশেষে সাতটি ট্রাকে ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। টনপ্রতি রাজস্ব নেওয়া হয়েছে ৫০০ মার্কিন ডলার।
তবে জেলার অভ্যন্তরীণ বাজারগুলোয় ইচ্ছেমত দাম রাখছেন বিক্রেতারা। পাইকারি ও খুচরা বাজারে ৫০০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশীয় কাঁচা মরিচ।