আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হচ্ছে শুক্রবার
মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল রুটে অনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক রেল চলাচল শুরু হচ্ছে শুক্রবার (৭ জুলাই) থেকে।
আগামীকাল মেট্রোরেলের এই পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আনুষ্ঠানিক চলাচলে যেন কোনো সমস্যা না হয়, সেজন্য উদ্বোধনের আগেই বুধবার মধ্যরাতে আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চালিয়ে পরীক্ষা করা হয়েছে।
এ বিষয় ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়া জানান, শুক্রবার সেতুমন্ত্রী আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল পরিচালনার কাজের উদ্বোধন করবেন। এরপর থেকেই এই রুটে নিয়মিত মেট্রোরেল পরীক্ষামূলকভাবে চলাচল করবে।
উদ্বোধনী চলাচলে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য বুধবার মধ্যরাতে মেট্রোরেল চালানো হয় বলে তিনি জানান।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আগারগাঁও থেকে মতিঝিল রুটে মেট্রোরেল চালু করা পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। ১৭ জুন এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এই তথ্য জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল শুরু করে। প্রধানমন্ত্রী এই চলাচল উদ্বোধন করেন।
দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল রুটে যাত্রী পরিবহনের লক্ষ্য নেওয়া হয় অক্টোবরে। এছাড়াও মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার রুট বৃদ্ধি পেয়েছে। এই অংশের কাজ চলমান, তবে এ কাজ সম্পন্ন হতে সময় লাগবে।