আগের তুলনায় রাজনৈতিক দলগুলোর উস্কানিমূলক বক্তব্য কম: ইইউ প্রতিনিধিদলকে মানবাধিকার কমিশন
নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক দলগুলোর উস্কানিমূলক বক্তব্য দেওয়ার প্রবণতা থাকলেও এ বছর এ ধরনের বক্তব্য কম বলে আজ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলকে বলেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।
সোমবার (১০ জুলাই) ইইউ এর প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন হতে পারে, এমন সব ঘটনায় কমিশন দৃষ্টি রাখছে।
বৈঠকে ইইউ প্রতিনিধি দল নির্বাচনের পরিবেশ এবং মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জানতে চায় বলে জানান তিনি।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সিটি নির্বাচনগুলোতে উন্নত পরিবেশ দেখা গেছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ও সহিংসতা কম হয়েছে।
সার্বিক বিবেচনায় আসছে নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে বলে মনে করছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।
কামাল উদ্দিন আহমেদ বলেন, "ইইউ প্রায় নির্বাচনের সময়ই পর্যবেক্ষক দল পাঠায়, এটা তাদের সিদ্ধান্ত।"
দেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আজ বেলা সোয়া ১১টার দিকে মানবাধিকার কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করে।
বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে শনিবার (৮ জুলাই) ১৬ দিনের সফরে ঢাকায় পৌঁছে দলটি।
গত বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ রফিকুল আলম জানান, প্রতিনিধিদলটির কাজ হবে মূল নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পরিধি, পরিকল্পনা, বাজেট, সরবরাহ ও নিরাপত্তা মূল্যায়ন করা।