ইইউ পর্যবেক্ষক দল বাংলাদেশের নির্বাচনী আইন নিয়ে আলোচনা করেছে: অ্যাটর্নি জেনারেল
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আজ অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নির্বাচনী আইন নিয়ে আলোচনা করেছে।
মঙ্গলবার (১১ জুলাই) সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ এম আমিন উদ্দিন বলেন, বৈঠকে আমরা দেশের নির্বাচনী আইন নিয়ে আলোচনা করেছি।
ইইউ প্রতিনিধিরা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ফৌজদারী, দেওয়ানী ও নাগরিকদের অধিকার সম্পর্কিত আইনগুলো কীভাবে প্রয়োগ হয়, তা জানতে চেয়েছিলেন বলে বৈঠক শেষে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
তিনি বলেন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব আইন কতটা উপযোগী, সেই বিষয়েও জানতে চেয়েছে ইইউ।
অ্যাটর্নি জেনারেল বলেন, 'আমরা স্পষ্ট বলেছি, বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা দিতে সবসময় সকল আইনের প্রয়োগের গতি স্বাভাবিক থাকে। এবং নির্বাচনের সময় যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনসহ সরকারের সংশ্লিষ্টরা বিশেষ উদ্যোগ নিয়ে থাকে।'
এদিকে ইইউ প্রতিনিধিদলের বৈঠককালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজলসহ বিএনপিপন্থী আইনজীবীরা।
বেলা ৩টার দিকে বৈঠক শেষে প্রতিনিধি দল অফিস থেকে বের হওয়ার সময় আইনজীবীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা 'উই ওয়ান্ট জাস্টিস, নো মোর হাসিনা, উই ওয়ান্ট কেয়ারটেকার, নো মোর হাসিনা', 'উই ওয়ান্ট ফ্রি ফেয়ার ইলেকশন', 'ডিএসএ ইজ অ্যা ব্ল্যাক ল' ইত্যাদি স্লোগান দেন।