সেপ্টেম্বরের মধ্যে সংশোধন করা হবে ডিজিটাল নিরাপত্তা আইন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যেই সংশোধন করা হবে ডিজিটাল নিরাপত্তা আইন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে সফররত প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকের এ কথা জানান।
বৈঠকে তত্ত্বাবধায়ক ইস্যু, ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে কথা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, 'বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের কথা হয়নি। তারাও জিজ্ঞাসা করেনি। আমারও বলার প্রয়োজন হয়নি।'
তিনি বলেন, 'ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা হয়েছে। এ আইন নিয়ে আমি আগেও যে কথা বলেছি, ঠিক সেই কথাগুলোই আমি ওনাদের আজ বলেছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেপ্টেম্বরের মধ্যে সংশোধিত হবে।'
'ওনারা পরিষ্কারভাবে জানিয়েছেন, সব দেশেই তারা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চান। গতকাল আইন সচিব ইউরোপীয় ইউনিয়নের টিমকে যেভাবে বলেছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার যে আইনি কাঠামো, সেটা বাংলাদেশে আছে। যে আইনগুলো এ ব্যাপারে সহায়ক, আমি সেই আইনগুলোর কথা উল্লেখ করেছি," যোগ করেন তিনি।
আনিসুল হক আরও বলেন, "আমরা সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদের ক্ষমতা বলে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের যে আইনটি করেছি, সেটা নিয়ে কথা বলেছি। এটাও বলেছি, গত ৫০ বছরে বাংলাদেশে এ আইন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই আইনটি করেছে। এছাড়া, এই উপমহাদেশের অন্য কোনো দেশে এই আইনটি নেই, সেটা আমি বলেছি।"
এছাড়া শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যাসহ বাংলাদেশে যেকোনো ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকেই মার্কিন প্রতিনিধি দল এ কথা জানায়।
বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, 'মার্কিন প্রতিনিধি দল শ্রমিক নেতা শহিদুল ইসলাম হত্যাকাণ্ডসহ বেশকিছু বিষয়ে কথা বলেছে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।'
'আমি তাদের (মার্কিন প্রতিনিধি দল) অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি, বাংলাদেশে আগের সংস্কৃতি নেই যে, বিচার হবে না। বাংলাদেশে এখন যেকোনো অপরাধের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার হয় এবং তাই হবে,' বলেন তিনি।
এছাড়া, মানবাধিকার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী।
সচিবালয়ে মিটিং শেষে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়াকে কিছু বই ও নৌকার রেপ্লিকা উপহার দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।