২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো পাঁচজনের প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৯৩
ডেঙ্গু জ্বরে দেশব্যাপী প্রাণহানি ঘটেই চলেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত আরো পাঁচজন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩- এ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৯ নতুন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৭৫৬ জনকে ঢাকায় এবং ৪৮৩ জনকে দেশের অন্যান্য স্থানের হাসপাতালে ভর্তি করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, মোট ৪ হাজার ৬৯ জনের রোগীর মধ্যে ঢাকায় ২ হাজার ৭০৮ জন এবং বাকিরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এপর্যন্ত ১৭ হাজার ২৩৮ জনের ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঘটনা নথিভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আর ১৩ হাজার ২২০ জনের আরোগ্য লাভের তথ্য রেকর্ড করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম বিভাগেই সবচেয়ে বেশি হচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব।
দেশে ২০২২ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়। ২০১৯ সালে দ্বিতীয় সর্বোচ্চ ১৭৯ জনের মৃত্যু হয়। গত বছর স্বাস্থ্য অধিদপ্তর ৬২ হাজার ৪২৩ জনের ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য নথিভুক্ত করে।