আওয়ামী লীগের অধীনে নির্বাচন হলে মানুষ ভোট দিতে পারবে না: ইইউ মিশনকে বিএনপি
আওয়ামী লীগের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন হলে দেশের মানুষ ভোট দিতে পারবে না বলে বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলকে জানিয়েছে বিএনপি।
শনিবার (১৫ জুলাই) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাংলাদেশের নির্বাচনের প্রতি সারাবিশ্বের নজর কেন এমন প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, "কেন ইইউ এর টিমকে এসে বাংলাদেশের নির্বাচনের বিষয়ে মতামত দিতে হচ্ছে? দক্ষিণ এশিয়ার কোন দেশে তো তাদেরকে যেতে হচ্ছে না। কেন তাদের আসতে হচ্ছে এদেশে? আমাদের দেশে মানুষের মনে যেমন প্রশ্ন তেমনি স্বাভাবিকভাবে ওনাদের মনেও প্রশ্ন আছে।"
আমীর খসরু বলেন, "বর্তমান সরকারের অধীনে নির্বাচন যে প্রশ্নবিদ্ধ এটাই তো ভিত্তি। এ বিষয়গুলোর দিকেই তারা নজর রাখছে। তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের কনসার্ন প্রকাশ করেছেন।"
এই সরকারের অধীনে নির্বাচন হবে না জানিয়ে তিনি বলেন, "নির্বাচনের দিন তো দূরে থাক নির্বাচনের আগেই ভোট চুরি চলছে। ডিসিদের পোস্টিং হচ্ছে; পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পোস্টিং হচ্ছে। বিএনপি নেতাদের গ্রেপ্তার ও তাদের ওপর হামলা চলছে।"
"গতকালকে পদযাত্রা কর্মসূচিতে যোগ দেওয়ার সময় অনেকের ওপর হামলা করা হয়েছে। সভা সমাবেশে বাধা দেওয়া হচ্ছে। এটা তো অব্যাহতভাবে চলছে," বলেন তিনি।
"এই সরকার জোর করে জনগণকে বাইরে রেখে ভোট চুরি করে আবার ক্ষমতায় আসবে," এমন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, "এ নিয়ে ইইউ দলের প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলেছি, এই সরকারের অধীনে বাংলাদেশের মানুষ কোনোভাবে ভোট দিতে পারবে না।"
"তাদের প্রতিনিধি, সংসদ, সরকার কোনটাই নির্বাচিত করতে পারবে না। দিনের আলোর মতো পরিষ্কার বিষয় এগুলো। সকলের জানা আছে," বলেন তিনি।
বিএনপি সংলাপে বসবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "এটি হচ্ছে ডেমোক্রেটিক অর্ডার, এদেশে তো ডেমোক্রেসি অনুপস্থিত। মানবাধিকার নেই, কথা বলার স্বাধীনতা নেই, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রথমে তো সেই ইনভায়রমেন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে সংলাপের বিষয়টা আসছে।"
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাঈল জবিউল্যাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাডভোকেট আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।