শ্রমিক অবরোধে সাময়িক বন্ধের পর ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী কর্মচারী ও শ্রমিকদের (টিএলআর) অবরোধের মুখে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হওয়ার পাঁচঘণ্টা পর যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। আজ রোববার (১৬ জুলাই) সকালে তারা রাজধানীর কারওয়ানবাজারের এফডিসি রেলগেট এলাকায় অবরোধ করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, বাইরে থেকে কর্মী নিয়োগের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিবাদে রেললাইন অবরোধ করে।
রেলওয়েতে নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকবৃন্দ চাকরি ফেরত এবং স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছিলেন আগে থেকেই।
জানা গেছে, জনবল সংকটের মধ্যে বিজ্ঞাপন দিয়ে সারাদেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেয় রেলওয়ে। যারা ইতোমধ্যে ১২ থেকে ১৪ বছর ধরে রেলে চাকরি করছেন। কথা ছিল ৩ থেকে ৪ বছরের মধ্যে তাদের স্থায়ীকরণ করা হবে। কিন্ত আজও রেল তাদের স্থায়ী করেনি। বরং তাদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণা দেয়া হয়েছে। এতেই ক্ষুব্ধ হয় তারা।
এদিকে রেলের জেনারেল ম্যানেজার (পূর্ব) জাহাঙ্গীর হোসেনের সাথে বৈঠক শেষে রেলওয়ের কর্মী মোহাম্মদ এনামুল বলেন, "বেলা পৌনে ৩টার দিকে অবরোধে অংশ নেওয়া শ্রমিকেরা রেলট্র্যাক থেকে সরে রেল ভবনের দিকে অগ্রসর হয়। তারা সেখানে রেলমন্ত্রীর কাছে তাদের দাবিগুলো উপস্থাপন করবে।"
শ্রমিকরা অবরোধ তুলে নেয়ায় তিনটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, রেলওয়েতে বর্তমানে ৪৭ হাজার ৬৩৭ লোক নিয়োগের অনুমোদনের বিপরীতে ২৫ হাজার কর্মচারী রয়েছে। অর্থাৎ রাষ্ট্রীয় সংস্থাটিতে প্রায় ২২ হাজার পদ খালি রয়েছে।
জনবল ঘাটতিতে রেলওয়ে অস্থায়ী শ্রম নিয়োগ (টিএলআর) ভিত্তিতে পঞ্চম শ্রেণীর কর্মচারীদের নিয়োগ দিয়ে দীর্ঘদিন যাবত কার্যক্রম পরিচালনা করছে।