হিরো আলমের ওপর হামলার ঘটনায় অসন্তোষ জানাল নির্বাচন কমিশন
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনের অসন্তোষ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
ইসি বৃহস্পতিবার (২০ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, 'আমরা [এ ঘটনায়] বেশ অসন্তুষ্ট। ১২৪টি কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সেদিন বিকেলে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল।'
তিনি বলেন, কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে এবং ডিএমপি কমিশনারকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
মো. আলমগীর জোর দিয়ে বলেন, প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসিসহ সকলের, এবং পুলিশকে যথাযথ পদক্ষেপ নির্ধারণের জন্য ঘটনাটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনার।
১২টি দেশের দূতাবাস এবং ইইউ-এর দেওয়া বিবৃতি সম্পর্কে তিনি বলেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারের মধ্যে পড়ে এবং প্রয়োজনে তারা ব্যাখ্যা প্রদান করবেন।
হিরো আলমের ওপর হামলার ঘটনায় পুলিশের সম্ভাব্য অবহেলার বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, পুলিশের ভূমিকায় কমিশন সন্তুষ্ট।