বাংলাদেশে মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর বলেছেন, আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তারা উদ্বিগ্ন।
মঙ্গলবার (২৫ জুলাই) জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গিলমোর বলেন, ইইউ-এর একটি প্রতিনিধি দল নির্বাচনী পরিবেশ মূল্যায়ন করতে সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। তারা শীঘ্রই তাদের প্রতিবেদন উপস্থাপন করবে। তবে নির্বাচনের আগে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ইইউ ।
তিনি বলেন, বাংলাদেশে চলমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে এনএইচআরসি চেয়ারম্যানের সাথে আলোচনা হয়েছে। আমরা বাংলাদেশে মানবাধিকারের ইস্যুতে বেশ কিছু পরামর্শ দিয়েছি এবং তারা সরকারি পর্যায়ে সেগুলোর সমাধান করবে।
গিলমোর আরও বলেন, বাংলাদেশের সঙ্গে একটি নতুন সহযোগিতা চুক্তির জন্য আলোচনার অপেক্ষায় আছে ইইউ, যা আগামী কয়েক বছরের মধ্যে সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, আমাদের মধ্যে ইতিমধ্যেই খুব শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ইইউ-এর বাণিজ্য অগ্রাধিকার ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী দেশগুলোর একটি।
এনএইচআরসি চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, ইইউ বিশেষ প্রতিনিধি মূলত বাংলাদেশের মানবাধিকার পরিবেশ নিয়ে কথা বলেছেন।
কামাল বলেন, তিনি (গিলমোর) বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অবগত।
বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে এনএইচআরসি চেয়ারম্যান বলেন, নির্বাচন নিয়ে বেশি আলোচনা হয়নি। তবে আমরা নির্বাচন সংক্রান্ত কয়েকটি ঘটনার কথা বলেছি।
ইইউ-এর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কসহ ইউরোপীয় ইউনিয়নের যাবতীয় সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু মানবাধিকার।
পারস্পরিক স্বার্থ, বিশেষ করে মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে ছয় দিনের সফরে সোমবার (২৪ জুলাই) ঢাকায় এসেছেন ইমন গিলমোর। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিনি এ সফর করছেন।