আ.লীগের শান্তি সমাবেশে কয়েক লাখ লোক সমাগমের প্রস্তুতি
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীতে বিএনপির মহসমাবেশের দিন আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও সেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ডাকা শান্তি সমাবেশে কয়েক লাখ লোকের সমাগমের পরিকল্পনা করা হয়েছে।
আগামীকাল রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত ওই সমাবেশে নারায়ণগঞ্জ থেকে লাখো নেতাকর্মী নিয়ে যোগদানের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্চ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান।
বুধাবার (২৬ জুলাই) শামীম ওসমান গণমাধ্যমকে বলেন, "আমি কিছুক্ষণ আগেই দেশে ফিরেছি এবং নেতাকর্মীদের বিকেলে ডেকেছি। কাল (বৃহস্পতিবার) সমাবেশে আমি নিজেই লাখো নেতাকর্মী নিয়ে উপস্থিত থাকব।"
এদিকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু টিবিএসকে বলেন, "২৭ জুলাই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমন্বয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে সমাবেশ করতে যাচ্ছি। এতে কয়েক লাখ নেতাকর্মী, সমর্থক উপস্থিত হবেন। আমরা সেদিন দুই পর্বে সমাবেশটি পরিচালনা করব।"
তিনি আরও বলেন, বেলা ১১টা থেকেই নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হবে।
"দুপুর ১টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে সমাবেশ। সেখানে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি হবে। এরপর বিকেল ৩টায় আলোচনা সভা শুরু হবে," যোগ করেন তিনি।