ঘুষের অভিযোগে কর্ণফুলী গ্যাসের ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) চারজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘুষ নিয়ে আড়াই হাজার সংযোগ দেওয়ার অভিযোগে রোববার থেকে তাদের সাময়িক বরখাস্ত আদেশ কার্যকর হয় করা হয়।
কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মোজাহার আলীর সই করা আদেশে বলা হয়, কেজিডিসিএলের উত্তর বিভাগের (রাজস্ব) জোন ৩ ও ৯ শাখার ব্যবস্থাপক রোকেয়া ফেরদৌসীর বিরুদ্ধে দায়িত্ব পালনের অবহেলা ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
একইসঙ্গে অন্য এক আদেশে কেজিডিসিএলের উত্তর বিভাগের (রাজস্ব) উপব্যবস্থাপক শাহাদাত ওসমান খান, ব্যবস্থাপক মুমিনুল ইসলাম ও সহকারী কর্মকর্তা বরেন্দ্র তাতীকেও সাময়িক বরখাস্ত করা হয়।
গ্যাস-সংকটের কারণে ২০০৯ সাল থেকে আবাসিকে নতুন গ্যাস-সংযোগ বন্ধ রেখেছে সরকার।
সম্প্রতি বিতরণ সংস্থা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) একটি চক্র ঘুষের বিনিময়ে আড়াই হাজার সংযোগ দিয়েছে বলে উঠে আসে সংস্থাটির নিজস্ব তদন্তে।
বিষয়টি জানাজানি হওয়ার পর শাখা ব্যবস্থাপক রোকেয়া ফেরদৌসীসহ তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অভিযোগ তদন্তে গত ১১ জুন গঠন করা হয় তদন্ত কমিটি।
এবার বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে সহকারী কর্মকর্তা বরেন্দ্র তাতীকে অন্তর্ভুক্ত করে মোট চারজনকে সাময়িক বরখাস্ত করা হলো।