ডেঙ্গু পরিস্থিতি: আরো ১০ রোগীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২,২৬১ জন
আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরো ১০ জন মারা গেছেন। এতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৫- এ।
আলোচিত সময়ে, আরও ২ হাজার ২৬১ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
চলতি বছর এপর্যন্ত ৪২ হাজার ৭০২ জনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার তথ্য নথিভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আনুষ্ঠানিক তথ্য অনুসারে, সেরে উঠেছে ৩৪ হাজার ১০ জন।
দেশে ২০২২ সালে রেকর্ডসংখ্যক ২৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে ২০১৯ সালে ১৭৯ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়।