তারেকের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে: কাদের
বিএনপিকে রুখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী সাধারণ নির্বাচন করতে আওয়ামী লীগ প্রস্তুত বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা।
শনিবার বিএনপির অবস্থান কর্মসূচির ঘোষণার উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'শুনেছি আপনারা (বিএনপি) নাকি সড়ক অবরোধ করবেন। ঢাকার প্রবেশমুখে অবস্থান নেবেন। আমরা আপনাদের রাস্তা বন্ধ করে দেব। যারা চোখ রাঙাচ্ছেন, তাদের বলতে চাই: চোখ রাঙাবেন না, আমাদের শেকড় অনেক গভীরে।'
শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত আওয়ামী লীগের তিনটি প্রধান সহযোগী সংগঠনের শান্তি সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 'চোর' বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, 'তারেক রহমান ফখরুলকে বলছেন, আন্দোলনে টাকার অভাব হবে না। তারেক রহমান এত টাকা পেলেন কোথায়?'
তিনি অভিযোগ তুলে বলেন, 'লবিস্ট নিয়োগ করে টাকা দিয়ে কয়েকজনকে দিয়ে জাতিসংঘের, যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরের কাছে চিঠি লেখে। এই দুঃসাহস তারা পেল কোথায়? হাজার হাজার কোটি টাকা পাচার করেছে।'
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'তারেক জিয়া চোর হ্যায়, গলি গলি ম্যায় শ্যোর হ্যায়।'
তিনি বলেন, 'খেলা হবে। খেলা হবে তারেক রহমানের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, ভুয়া এক দফার বিরুদ্ধে।'
অন্যদিকে সমাবেশে বক্তৃতাকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ঢাকায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর শান্তি সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণ সবেমাত্র শুরু হয়েছে এবং আগামী দিনে আরও বড় জমায়েত হবে।
বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি বলেন, 'আজকে এখানে যে জমায়েত, এটা ট্রেইলার। পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। আজকের ছাত্র সমাজের আমাদের সংসদীয় গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা আছে।'
সাদ্দাম হোসেন বলেন, 'রাজপথের হুংকার অনেকেই দিচ্ছেন। কিন্তু রাজপথে পরাজয়ের কথা তারা ভুলে গেছেন।'
'পল্টন কখনো জিততে পারে না, বায়তুল মোকাররমই জিতবে,' বলেন সাদ্দাম।
এদিকে সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি 'পেছনের দরজা' দিয়ে ক্ষমতায় আসতে চায়।
'আজকে যখন জাতি আশা করছে আগামী নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, তখন বিএনপি ষড়যন্ত্র করছে,' বলেন তিনি।
হানিফ আরও বলেন, 'আজ বিএনপি প্রতিটি সমাবেশের আগে বিদেশিদের সঙ্গে মিটিং করে। কেন তারা এটা করে? তারা চায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে। আমরা পেছনের দরজা দিয়ে কাউকে আসতে দেব না। আমরা আর এক-এগারো চাই না।'
সমাবেশে বক্তৃতাকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগের জয়যাত্রা থামবে না।
'আজকে দেশে শান্তি বজায় আছে। আজ বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে পরিচিত।
আজকে বিএনপি-জামায়াতকে বলতে চাই, তোমাদের অপরাজনীতি মোকাবিলায় আমরা প্রস্তুত। আমরা জানি কীভাবে মোকাবিলা করতে হয়,' বলেন তিনি।