অবস্থান কর্মসূচি ঘিরে গাবতলী, আব্দুল্লাহপুর, ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষ ও আটক
ঢাকার বিভিন্ন প্রবেশপথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিকে ঘিরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২৯ জুলাই) সকালে রাজধানীর গাবতলী, আব্দুল্লাহপুর ও ধোলাইখালে পুলিশ-বিএনপির সংঘর্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ কর্মীদেরও যোগ দেওয়ার খবর পাওয়া গেছে।
সকালে গাবতলীর অবস্থান কর্মসূচির স্থান থেকে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ অন্তত ৩০ জন বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গাবতলীর সংঘর্ষে বিএনপির অন্তত তিনজন এবং আওয়ামী লীগের একজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে, যাত্রাবাড়ী থেকেও দলের সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির আরও ৭-৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সংবাদদাতা।
গয়েশ্বর চন্দ্রকে গোয়েন্দা শাখার কার্যালয়ে নেওয়া হয়েছে বলে ডিএমপির একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
সকাল সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী ও ধোলাইখালে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই জায়গাতেই উভয় পক্ষের মধ্যে চলতে থাকে ধাওয়া-পাল্টা ধাওয়া।
ধোলাইখালে অবস্থান কর্মসূচিতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়ের নেতৃত্বে কয়েক হাজার দলীয় নেতাকর্মী অংশ নিয়েছেন। রাজপথে অবস্থান নিয়ে তাদেরকে সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায়।