আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগ, ভাংচুর
ঢাকার আশুলিয়ায় দুটি বাস ভাংচুর এবং তারমধ্যে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়া নিরিবিলি এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের জোন-০৪ এর উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দুপুর সাড়ে ৩ টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আফরোজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, অগ্নিসংযোগের ঘটনা তদন্তে আমাদের একটি টহল টীমকে ইতোমধ্যে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
ক্ষতিগ্রস্ত বাসের চালক আনোয়ার হোসেন বলেন, বিকাশ পরিবহনের ব্যানারে বাসটি নবীনগর-আব্দুল্লাহপুর রুটে চলতো। বেলা সোয়া ৩ টার দিকে নবীনগরে যাত্রী নামিয়ে গাড়ি নিরিবিলি এলাকার ইউটার্ন দিয়ে ঘোড়ানোর সময় দেখি ৫০/৬০ জন যুবক একটি অন্য একটি বাস ভাংচুর করছে। পরে গাড়ি ঘুরিয়ে যাওয়ার সময় তারা আমাদের বাসটিও ভাংচুর করে। এক পর্যায়ে ওই যুবকদের মধ্য থেকে বাসে পাউডারের মত কিছু ছিটিয়ে দিলে মুহুর্তেই ভিতরে আগুন লেগে যায়, পরে আমি দ্রুত বাস থেকে নেমে যাই"।
''এসময় বাসে কোন যাত্রী ছিলো ন'', বলেন আনোয়ার।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ৩ টার দিকে ৫০/৬০ জন যুবক আশুলিয়ার নিরিবিলি এলাকা দিয়ে একটি মিছিল নিয়ে যাওয়ার পথে প্রথমে একটি বাস ভাংচুর করে। পরে বিকাশ পরিবহনের বাসটিও ভাংচুরের পর তারা সেটিতে আগুন লাগিয়ে দেয়।
ঘটনাস্থলে উপস্থিত আশুলিয়া থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম টিবিএসকে বলেন, অগ্নিসংযোগের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এখনো আমরা বিস্তারিত জানি না। পরে জানানো হবে"।