স্বল্প ধারণক্ষমতা, বেশি ভাড়া নিয়ে পুনরায় চালু হলো ঢাকা-নারায়ণগঞ্জ রেল সার্ভিস
স্বল্প যাত্রী ধারণক্ষমতা এবং বেশি ভাড়া নিয়ে দীর্ঘ ৮ মাস পর আজ (১ আগস্ট) পুনরায় ঢাকা-নারায়ণগঞ্জ রেল পরিষেবা চালু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আজ ভোর ৫টায় কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেন যাত্রা করেছে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ও ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন রেল প্রকল্পের কাজের সুবিধার্থে গত বছরের ৪ ডিসেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
কর্তৃপক্ষ তিন মাসের মধ্যে এ পরিষেবা পুনরায় চালু করার কথা বললেও, অবশেষে আরো পাঁচ মাস পর চালু হলো এই রুটের রেল পরিষেবা।
তবে, এবার বাড়ানো হয়েছে ভাড়া। ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাতায়াতের জন্য মাথাপিছু ২০ টাকা ভাড়া নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ; যা আগে ছিল ১৫ টাকা।
এছাড়া, এ রুটে প্রতিদিন মাত্র আট জোড়া ট্রেন পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। করোনার আগে এ রুটে দ্বিগুণ সংখ্যক, অর্থাৎ ১৬ জোড়া ট্রেন চলতো।
করোনা চলাকালীন সময়ে লকডাউনের পর রেল পরিষেবা পুনরায় চালু করার সময় কর্তৃপক্ষ ট্রেনের সংখ্যা ১০ জোড়ায় নামিয়ে আনে। এবার এটি আরো কমানো হচ্ছে।
ঢাকা থেকে এই রুটে আগে ভোর থেকে রাত ১০টা পর্যন্ত ট্রেন চলাচল করত। নতুন ব্যবস্থাপনা অনুযায়ী, শেষ ট্রেনটি কমলাপুর থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে যাবে।
এছাড়া, নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১১টা ৩৫ মিনিটে; আগে এই সময় ছিল রাত ১১টা।
রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্ট) শওকত জামিল মহসিনের ইস্যু করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা-গেন্ডারিয়া রুটে নবনির্মিত ডুয়েল গেজ লাইন চালু করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মুহাম্মদ শফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জ রুটের ট্রেনটি আগে লোকাল ট্রেন হিসেবে চলত।
কিন্তু ট্রেনের কোচে ফ্যান ও পর্যাপ্ত আলোর সুবিধা থাকায় সেটিকে এখন কমিউটার ট্রেনে রূপান্তরিত করা হয়েছে।
"এক্ষেত্রে তাই ভাড়াও কিছুটা বাড়ছে," তিনি যোগ করেন।