২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৫৮৪ রোগী
আজ মঙ্গলবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এসময় সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত আরও ২ হাজার ৫৮৪ জন রোগী ভর্তি হয়েছে।
এনিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা ২৬১ জনে পৌঁছাল। হাসপাতালে ভর্তি করা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪১৬ জনে।
মঙ্গলবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ১,১৩১ জন রাজধানী ঢাকার, আর বাকিরা সারাদেশের বিভিন্ন এলাকার।
চলতি বছর হাসপাতালগুলোয় চিকিৎসার পর ছাড়া পেয়েছেন ৪৪ হাজার ৮৯১ জন রোগী।
বর্তমানে ঢাকায় ৪ হাজার ৮৬৯ জনসহ সারাদেশের হাসপাতালগুলোয় মোট ৯ হাজার ২৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
দেশে ২০২২ সালে সর্বোচ্চ ২৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে ২০১৯ সালে ১৭৯ জন ডেঙ্গুরোগী মারা যান।