বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারি মামলায় আগাম জামিন চেয়েছেন সাবেক চেয়ারম্যান বাচ্চু
ঋণ কেলেঙ্কারির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার-পূর্ব (আগাম) জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু।
বুধবার (৯ আগস্ট) তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন দায়ের করেন। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
আগাম জামিন আবেদনে আবদুল হাই বাচ্চু দাবি করেন, বেসিক ব্যাংক কেলেঙ্কারির ৫৮ মামলায় অন্যায়ভাবে তাকে আসামি করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, পুলিশ তাকে হয়রানি করছে এবং তার বাসায় তল্লাশি অভিযান পরিচালনা করেছে।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, দুদকের মামলায় পুলিশের হয়রানি করার এখতিয়ার নেই।
এছাড়া, আবদুল হাই বাচ্চুর আগাম জামিন আবেদনের বিরোধিতা করা হবে বলেও জানান দুদক আইনজীবী।
বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা ৫৯ মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুসহ ১৪৬ জনের বিরুদ্ধে গত ১২ জুন চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালতে চার্জশিট আমলে নেওয়ার বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।
দুদক সুত্রে জানা যায়, সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন শেখ আবদুল হাই বাচ্চুর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। পুলিশের বিশেষ শাখায় (এসবি) এ-সংক্রান্ত চিঠি পাঠায় দুদক।
এতে বলা হয়, শেখ আবদুল হাই বাচ্চুসহ একাধিক আসামির বিরুদ্ধে ঋণ জালিয়াতিসহ বেসিক ব্যাংকের প্রায় ২,২৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ মামলার রেকর্ডে প্রমাণ পাওয়া গেছে।
তাই তিনি (শেখ আবদুল হাই বাচ্চু) যেন বিদেশ যেতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ওই চিঠিতে বিশেষ শাখার পুলিশ সুপারকে অনুরোধ করা হয়।