বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে বান্দবারন গণগ্রন্থাগারের কয়েক হাজার বই
গত এক সপ্তাহ ধরে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি উজানের ঢলের পানি প্রবেশ করে নষ্ট হয়ে গেছে বান্দরবানের একমাত্র জেলা সরকারি গণগ্রন্থাগারের কয়েক হাজার বই, কম্পিউটার, নথিপত্রসহ অসংখ্য জিনিসপত্র।
গত মঙ্গলবার বন্যার পানিতে ডুবে গিয়েছিল সরকারি গণগ্রন্থাগারটি। শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, হাজার হাজার বই লাইব্রেরির বারান্দায় স্তূপ করে রাখা হয়েছে। সমস্ত বইয়ে কাদামাটি লেগে আছে। লাইব্রেরির ভেতরে এখনও আধা ইঞ্চি কাদামাটি জমে রয়েছে। সারি সারি বইয়ের শেলফ মাটিতে পড়ে আছে। এলোমেলো পড়ে আছে চেয়ার-টেবিল। পরিষ্কার করতে বাইরে থেকে তিনজন শ্রমিক নিয়ে আসা হয়েছে। কাদামাটি থেকে বই সংগ্রহ করছেন তারা।
বান্দরবান সরকারি গণগ্রন্থাগারের ইনচার্জ মা শৈ থুই চাক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সোমবার রাতে বন্যার পানি উঠতে থাকে। আমরা রাতের মধ্যেই চেষ্টা করেছি বইগুলো নিরাপদ জায়গায় রাখতে। কিন্তু পানির ঢল এত দ্রুত ঢুকে পড়ে যে শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি। লাইব্রেরির ছাদ পর্যন্ত পানিতে ডুবে ছিল।
'এর আগে ২০১৯ সালেও একবার লাইব্রেরিতে পানি উঠেছিল। সেই হিসাব করে নিচে থাকা বইগুলো নিরাপদ জায়গায় রাখা হয়েছিল। কিন্তু এবারে বন্যার পানি এত উঁচুতে উঠবে, তা আমাদের কল্পনার বাইরে ছিল।'
মা শৈ থুই চাক আরও জানান, লাইব্রেরিতে ৩৪ হাজার বই অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাওয়ায় খারিজ করে দেওয়ার পর ২৮ হাজারের মতো বই ছিল।
বান্দরবান সরকারি কলেজে অনার্স পড়ুয়া দীপায়ন শীল বলেন, 'বান্দরবানে এমন বন্যা আমার জীবনে দেখিনি। আমি নিয়মিত লাইব্রেরিতে যাওয়ার চেষ্টা করতাম। এখন কোথায় গিয়ে সময় কাটাব জানি না। বেশির ভাগ বই পানিতে নষ্ট হয়ে গেছে।'