অগ্রাধিকার ভিত্তিতে যুক্তরাজ্য ও সৌদিতে বসবাসরত প্রবাসীদের স্মার্ট এনআইডি দিতে চায় ইসি
সংযুক্ত আরব আমিরাতের পর অগ্রাধিকার ভিত্তিতে এবার যুক্তরাজ্য ও সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করে নির্বাচন কমিশন স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে চায় বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।
সোমবার (২১ আগস্ট) কমিশনের সভা শেষে ইসির এ সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, "বাংলাদেশি প্রবাসী নাগরিকদের এনআইডি করার যে পাইলট প্রকল্প সংযুক্ত আরব আমিরাতে চলছে, তার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দুটি দেশ যুক্তরাজ্য ও সৌদি আরবে কাজ শুরুর অনুরোধ জানিয়েছে। সেগুলোর কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।"
এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
ইসি সচিব জাতীয় নির্বাচনের আগেই যুক্তরাজ্য ও সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের হাতে এনআইডি সেবা দেওয়ার আশা রাখেন।
তিনি বলেন, "আমরা এটা শুরু করেছি। কবে পাবে তা বলা যাচ্ছে না। তবে আশা করি, আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে করতে পারবো।"
উল্লেখ্য, করোনা মহামারির সময় প্রবাসী বাংলাদেশিদের জন্য ডিজিটাল পদ্ধতিতে এনআইডি সেবা দেওয়া শুরু করে ইসি।
প্রাথমিকভাবে ৬টি দেশে প্রকল্পটি চালু করা হয়। তবে তিন বছর পর চলতি বছরের জুলাইয়ে বর্তমান নির্বাচন কমিশন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের স্মার্ট কার্ড প্রদান শুরু করে।