এস আলমের বিরুদ্ধে উচ্চ আদালতের অনুসন্ধান-আদেশ স্থগিত চেয়ে আপিল করেছে গ্রুপটি
এস আলম গ্রুপের বিদেশে অর্থ পাচারের বিষয় অনুসন্ধানে উচ্চ আদালতের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে লিভ-টু-আপিল আবেদন করেছেন গ্রুপটির মালিক সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীন।
সোমবার (২১ আগস্ট) এ আপিল দায়ের করা হয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আইনজীবী মিন্টু কুমার মণ্ডল।
তিনি বলেন, আপিল বিভাগের চেম্বার বিচারপতি এ বিষয়ে শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন।
মিন্টু কুমার মণ্ডল জানান, লিভ-টু-আপিল আবেদনে এস আলম গ্রুপ বলেছে, ডেইলি স্টার-এর প্রতিবেদনের ওপর ভিত্তি করে উচ্চ আদালতের স্বতঃপ্রণোদিত হয়ে দেওয়া আদেশের আইনি ভিত্তি নেই। কারণ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি ভিত্তিহীন।
তাই গ্রুপটি উচ্চ আদালতের আদেশ স্থগিত চেয়েছে, তিনি আরও বলেন।
আবেদনকারীদের পক্ষে আবেদনটি আদালতে উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কেসি ও আহসানুল করিম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মিন্টু কুমার মণ্ডল।