জেমকন-এর প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ মারা গেছেন
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যা সোয়া সাতটায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।
শাহেদ আহমেদের ছেলে এবং গণমাধ্যম ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন-এর প্রকাশক কাজী আনিস আহমেদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বাংলা ট্রিবিউন।
কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাজী শাহেদ ছিলেন একজন পথিকৃৎ উদ্যোক্তা, লেখক ও প্রকাশক। ১৯৯২ সাল থেকে ২০০৭ সালে বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি আজকের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক ছিলেন।
এছাড়া তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং কাজী শাহেদ ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠাতা।
১৯৪০ সালে যশোরে জন্মগ্রহণকারী কাজী শাহেদ আহমেদ ১৯৭৯ সালে জেমকন গ্রুপ প্রতিষ্ঠা করেন। তার প্রথম বই প্রকাশিত হয় ১৯৯৫ সালে। একই বছর আমার লেখা এবং ঘরে আগুন লেগেছে শীর্ষক তার আরও দুইটি বই বের হয়।