এবি পার্টিকে কেন নিবন্ধন নয়: হাইকোর্ট
আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) কেন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।
এবি পার্টির করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এবি পার্টির নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও নির্বাচন কমিশনের (ইসি) কাছে জানতে চেয়েছেন আদালত।
প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ও উপসচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।
২৪ জুলাই নির্বাচন কমিশন এবি পার্টিকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সংগঠনটির আহবায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী হাইকোর্টে রিট দায়ের করেন ।
আজকের শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম।
গত ৮ আগস্ট এবি পার্টি দলটির নিবন্ধন সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনে আবেদন করে।