রুবলে বাণিজ্য, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত সম্পন্ন নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে: মোমেন
আজ বিকালে ঢাকা সফরে আসবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তার সঙ্গে আলোচনার সময় বিপুল নির্মিতব্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ যাতে দ্রুত শেষ হয়, সে বিষয়ে তাগাদা দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, 'নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যাতে যথাসময়ে শেষ হয়, বৈঠকে (রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে) সেই বিষয়ে তাগাদা দেব।'
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি থেকে সার আমদানির ক্ষেত্রে সমস্যা সমাধান, রোহিঙ্গা ইস্যুর সমাধান ও দেশটির মুদ্রা রুবলে বাণিজ্য করার বিষয়ও আলোচনায় আসবে।
তিনি বলেন, 'আমরা তাদের কাছ থেকে সার কিনি। সেটি আনা নিয়ে ঝামেলা আছে। তাদের কাছ থেকে ইকুইপমেন্ট যাতে যথাসময়ে পাই, সেটি আলোচনায় আসবে।'
উভয় দেশের একক মুদ্রায় বাণিজ্যিক লেনদেন নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে বলেও জানান মন্ত্রী।
ডলার এড়িয়ে স্থানীয় মুদ্রায় লেনদেনের অসুবিধার কথাও উল্লেখ করেন মোমেন। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'তাদের কারেন্সিতে (রুবল) লেনদেন নিয়ে ভাসা ভাসা আলোচনা হতে পারে। কেননা আমাদের হাতে তো রুবল নেই।'
বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথম রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় তার বাংলাদেশে আসার কথা রয়েছে। এরপর উভয় পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হবে এবং রাতে যৌথ প্রস ব্রিফিং হওয়ার কথা রয়েছে।
শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ওই দিনই ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।