আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসান করুন: রুশ পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী
আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এ তথ্য জানান।
ল্যাভরভ দু'দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফর এটি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরবর্তী মস্কোর উপর মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার পর পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির মধ্যে এই সফরকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে।
ঢাকা সফর শেষে ল্যাভরভ ৯ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতের উদ্দেশ্যে রওনা দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রিত অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেবেন।