মংডু দিয়ে বাংলাদেশে খাদ্যপণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে মিয়ানমারের জান্তা সরকার
মিয়ানমারের জান্তা সরকার রাখাইন রাজ্যের মংডু দিয়ে বাংলাদেশে বিভিন্ন খাদ্যপণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে বলে শুক্রবার (৮ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
ইয়াঙ্গুনভিত্তিক সংবাদসংস্থা মিয়ানমার নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের সোনালী ব্যাংক মিয়ানমারের দুটি বড় ব্যাংকের সম্পদ জব্দ করার সিদ্ধান্তের পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংবাদসংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক সরকারের বাণিজ্য মন্ত্রণালয় গত ১ সেপ্টেম্বর চাল, মটরশুটি, চিনাবাদাম এবং পেঁয়াজসহ নিষিদ্ধ পণ্যগুলো কেবল রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের বাণিজ্যিক অঞ্চলের মধ্য দিয়ে পাঠাতে হবে বলে ঘোষণা দিয়েছে। এ আদেশ ৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়।
জান্তা সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের মহাপরিচালক মিন্ট থুরাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, 'সোনালী ব্যাংক বিধিনিষেধ আরোপ করেছে, যার ফলে মানুষ ও পণ্য পাচার হতে পারে।'
'এ কারণে চোরাচালান রোধ করতে সিত্তের মধ্য দিয়ে রপ্তানি করতে হবে,' মিন্ট থুরা বলেন।
১৬ আগস্ট এক প্রতিবেদনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মার্কিন সরকারের এক অনুরোধের পর রাষ্ট্রীয় ঋণদাতা সোনালী ব্যাংক সম্প্রতি জান্তা-নিয়ন্ত্রিত দুটি ব্যাংক — মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক, মায়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক-এর ১৪ লাখ ডলার জব্দ করেছে।
পরে ৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা মিয়ানমারের ব্যাংকদুটির সঙ্গে কোনো প্রকার লেনদেন না করার জন্য সবাইকে পরামর্শ দেয়।