মানুষের ভোটাধিকার নিশ্চিতে কাজ করবে র্যাব: মহাপরিচালক
র্যাব মহাপরিচালক খুরশীদ হোসেন বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে র্যাব। নির্বাচনের তফসিল ঘোষণার পর নিরাপত্তা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে। মানুষের ভোটাধিকার নিশ্চিতে কাজ করবে র্যাব।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা এলাকায় র্যাবের নতুন ক্যাম্প উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
এই র্যাব কর্মকর্তা বলেন, সাধারণ মানুষ যাতে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে র্যাব ।
তিনি আরো বলেন, 'র্যাবের প্রধান কাজ হলো এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। দেশে জঙ্গিবাদ যেন স্থায়ী রূপ নিতে না পারে এবং সন্ত্রাসীরা যেন তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে না পারে, র্যাব সেটাই করছে। ফলে এসব কর্মকাণ্ডে র্যাবের প্রতি মানুষের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস দিন দিন বাড়ছে।'
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মোঃ মাহাবুব আলম, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।