সরকারি ওয়েবসাইটে ইউপি চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ লিখল হ্যাকার
জাতীয় তথ্য বাতায়নে অনুপ্রবেশ করে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইউছুফ আলী এর নামের পাশে 'ভোট চোর' লিখে দিয়েছে অজ্ঞাত হ্যাকার।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় এক ব্যক্তি ওয়েবসাইটে প্রবেশ করলে চেয়ারম্যানের নামের পাশে শব্দটি দেখতে পান।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, আমি ঢাকায় ছিলাম, শনিবার সকালে স্থানীয় এক সাংবাদিক আমাকে ফোন করে বলেন, সরকারি ওয়েবসাইটে আমার নামের পাশে 'ভোট চোর' লেখা আছে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমি বিষয়টি জানাই। এখন সবকিছু ঠিক হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, কর্তৃপক্ষ দ্রুত ওয়েবসাইট থেকে শব্দটি সরিয়ে ফেলে।
উপজেলা আইসিটি অফিসের সহকারী প্রোগ্রামার জয়দীপ রায় জানান, দুর্বৃত্তরা ইউনিয়নের কম্পিউটারের অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করে এ ঘটনা ঘটায়। ১৫ মিনিটের মধ্যে পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করা হয়।
ইউনিয়ন সংক্রান্ত ওয়েবসাইটটি পরিচালনা করেন স্থানীয় উদ্যোক্তা মোঃ ওমর ফারুক। তিনি বলেন,
'প্রথম দিকে আমিও চেয়ারম্যানের নামের পাশে আপত্তিকর শব্দটি সম্পর্কে অবগত ছিলাম না। আমি ইউএনও অফিসের ফোনের পর ওয়েবসাইটে অ্যাক্সেস করার সময় সমস্যাটি লক্ষ্য করি। ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখা গেল যে পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে। আমি অবিলম্বে উপজেলা প্রোগ্রামারকে জানান, যিনি পরবর্তীতে পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্রা রঞ্জন দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।