চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর রাইস কুকার থেকে দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার
শনিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পরিত্যক্ত থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের তিনটি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
লাগেজটি ওমান থেকে আসা এক যাত্রীর। ওই যাত্রী শুক্রবার রাতে বিমানবন্দর থেকে বেরিয়ে যান।
সিআইআইডির অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, 'শনিবার দুপুর পর্যন্ত লাগেজের কোনো দাবিদার না আসায় স্ক্যানিং করে এর মধ্যে অবৈধ পণ্যের অস্তিত্ব পাওয়া যায়। এরপর লাগেজে থাকা একটি রাইস কুকার থেকে বিশেষ কায়দায় লুকানো তিনটি সোনার পিণ্ড উদ্ধার করা হয়। এতে পাওয়া যায় এক কেজি ৮৫০ গ্রাম স্বর্ণ, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।'
এর আগে শুক্রবার সকালে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মাদ আলীর কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে সিআইআইডি। ওই স্বর্ণও একই কায়দায় রাইস কুকারে লুকিয়ে নিয়ে আসা হয়েছিল।
সিআইআইডির সহকারী পরিচালক আবদুল মতিন বলেন, 'শুক্রবার সকালে একই কায়দায় রাইস কুকারে আনা স্বর্ণের চালান আটক হওয়ার খবরটি রাতে দ্বিতীয় চালানের যাত্রী সম্ভবত জেনে যান। তাই হয়তো রাতের চালানটি বিমানবন্দর থেকে বের করা ঝুঁকি মনে করে তারা আর লাগেজ নেননি।'