‘বাংলাদেশের কতজন পুলিশ আমেরিকা যেতে চায়?’ ডিএমপি উপকমিশনারের প্রশ্ন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সদ্য কার্যকর হওয়া ভিসা নীতি পুলিশের কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না।
তিনি বলেন, 'বাংলাদেশ পুলিশে আমাদের দুই লাখের বেশি কর্মী রয়েছে। আমার প্রশ্ন হল: তাদের মধ্যে কতজন আসলে আমেরিকা যেতে চান? সংখ্যাটা খুবই কম। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি, এই ভিসা নিষেধাজ্ঞা পুলিশের ওপর কোনো প্রভাব ফেলবে না।'
রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুক এসব কথা বলেন।
এসময় ডিএমপি উপকমিশনার বলেন, ভিসা নিষেধাজ্ঞার কারণে টার্গেট করা ব্যক্তিদের কোনো তালিকা পুলিশ এখনও পায়নি।
ফারুক হোসেন বলেন, 'আমরা বিশ্বাস করি, পুলিশ বাহিনী আইনের সীমা মেনে কাজ করে, মানবাধিকারের মান মেনে চলে। আমরা অতীতেও তা করেছি, ভবিষ্যতেও করব। তাই আমি বিশ্বাস করি, এই ভিসা নীতি কোনোভাবেই আমাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে না।'
আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে জানতে চাইলে ডিএমপির উপকমিশনার বলেন, পুলিশ আইনের কাঠামোতে কাজ করে যাবে।
ডিএমপির উপকমিশনার বলেন, 'আগামী নির্বাচনের সময় পুলিশের ভূমিকা ভোটকেন্দ্রে নিরাপত্তা দেওয়া। আমাদের ওপর যে দায়িত্ব চাপানো হবে তা নির্বাচন কমিশনের কাছ থেকে আসে। আমরা সেই দায়িত্ব পালন করব।'
তিনি বলেন, 'এ বিষয়ে আমরা মনে করি না যে মার্কিন ভিসা নীতি আমাদের দায়িত্ব পালনে কোনো বাধা সৃষ্টি করবে।'