প্রধানমন্ত্রীকে ধোকা দিয়ে রাস্তা তৈরির নামে অনেক গাছ কাটা হয়েছে: উপমন্ত্রী হাবিবুন নাহার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধোকা দিয়ে রাস্তা তৈরির নামে প্রচুর গাছ কাটা হয়েছে। প্রধানমন্ত্রী এটা বুঝতে পেরেছেন। তাই এখন যেকোনো সড়ক নির্মাণ প্রকল্প এলে তিনি যাচাই-বাছাই করে অনুমতি দেন।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সবুজায়নের জন্য দূষণ হ্রাস শীর্ষক সংলাপে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এসব কথা বলেন।
হাবিবুন নাহার বলেন, আমাদের প্রকৌশলীরা বড় সড়ক নির্মাণ প্রকল্প প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গেছেন। তিনি অনুমতিও দিয়েছেন। এরপর দেখা গেছে প্রকল্প এলাকার গাছ কেটে ফেলা হয়। পরিবেশের ওপর এর বিরূপ প্রভাব সম্পর্কে ভালোভাবে অবগত থাকা সত্ত্বেও প্রকল্পের লোকজন নির্বিচারে গাছ কেটে ফেলে।
তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী এটা বুঝেছেন। তাই এখন ভালোভাবে খোঁজ নিয়ে অনুমতি দিচ্ছেন। গাছ কাটার প্রয়োজন হয় এমন অনেক প্রকল্প তিনি ফিরিয়ে দিচ্ছেন।