প্রবল বর্ষণে কুষ্টিয়া শহরের চারিদিকে শুধু পানি আর পানি, ডুবেছে রাস্তাঘাট।
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়াতে চলতি মৌসুমে সর্বোচ্চ ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বর্ষণে শহরের প্রধান প্রধান সড়কসহ অলিগলি বৃষ্টির পানিতে ডুবে গেছে। অফিস-আদালতে পানি প্রবেশ করায় কার্যক্রম ও সেবাদান বিঘ্নিত হচ্ছে। রাস্তা-ঘাট পানিতে তলিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে।
গত বুধবার রাতে প্রবল বৃষ্টি হওয়ায় শহরের থানাপাড়া, কোর্টপাড়া, আড়ুয়াপাড়া, কুঠিপাড়া, আমলাপাড়া, বড় বাজার, মিলপাড়াসহ সরকারি দপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, প্রভৃতি এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও। আদালত চত্বরসহ সরকারি দপ্তরে প্রবেশ করতে পারছে না ভুক্তভোগী ও সেবাপ্রত্যাশীরা। বৃহস্পতিবারও থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে।
প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও কুষ্টিয়া এই পৌরসভা এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা এখনও তেমন উন্নত হয়নি। ফলে অল্প বৃষ্টি হলেই যাওয়ার ড্রেন উপচে পানি রাস্তায় উঠে আসে।
এদিকে স্কুল-কলেজে পানি উঠে যাওয়ায় শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে না। প্রবল বর্ষণে মাঠ-ঘাট ডুবে যাওয়ায় চাষিরাও বেকায়দায় আছেন।